স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জে বালু-পাথর চুরি ও লুটপাট অব্যাহত রয়েছে। লুটেরা দলের সদস্যরা রাতের আঁধারে এ লুটপাট চালাচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের দমনে তৎপর রয়েছে।
সোমবার (২৫ আগস্ট)ভোর রাতে উপজেলার উতমা বিজিবি ক্যাম্পের টহলরত জোয়ানরা অবৈধ বালু লোড করাকালে একটি স্টিল বডি নৌকা আটক করে। এ সময় লুটেরা দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যায়।
বিজিবি উৎমা ক্যাম্পের কমান্ডার হাবিলদারমো: ইউসুফ আলী সরকার নৌকা জব্দের সত্যতা নিশ্চিত করেছেন।