শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

এমসি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন গোয়াইনঘাটের আবিদুর

স্টাফ রিপোর্টার / ১৮৭ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সিলেট সংবাদদাতা::

সিলেটের এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল এর নতুন পূর্ণাঙ্গ কমিটিতে ১ম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন গোয়াইনঘাটের আবিদুর রহমান। তিনি গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে ২০২২ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন।

আবিদুর রহমান বিগত জুলাই-আগস্টে অনুষ্ঠিত প্রতিটি আন্দোলন ও সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেছেন। এছাড়া তিনি পূর্বে শেখ হাসিনার আমলে একাধিকবার কারাবরণের মধ্য দিয়ে পরীক্ষিত নেতৃত্ব প্রদর্শন করেছেন। এই কারণে এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ১ম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তাকে সাদরে গ্রহণ করা হয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটে আবিদুর রহমান মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কে ধন্যবাদ জানিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, সাধারণ শিক্ষার্থীর পাশে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এবং শিক্ষার্থীদের কল্যাণ ও সংগঠনের শক্তি বৃদ্ধিতে কাজ করবেন।

নতুন কমিটিতে আবিদুর রহমানের অংশগ্রহণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ, উদ্যম ও শক্তিশালী নেতৃত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য:: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিলেট মহানগরের অধীনস্থ সরকারি মুরারিচাঁদ কলেজ (এম সি কলেজ) ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত (২০ আগস্ট) মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এ্যাষ এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান স্বাক্ষরিত ১৮১ সদস্যের এ কমিটি প্রকাশ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ