নামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতক রাজনপুর গ্রামে এক নিরীহ ব্যাক্তির সাথে গ্রামের প্রতিপক্ষ আত্মীয় হলে ও স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়াতে গ্রাম্য বিভিন্ন বিষয়াদি,জায়গা জমি ও বাড়ির সীমানা এবং ডুবা নিয়ে পূর্ববিরোধের জেরে নগদ দু”লাখ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই ও শারীরিক নির্যাতন ও প্রাণে হত্যার হুমকিদাতা গংদের বিরুদ্ধে আমল গ্রহনকারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ছাতক জোনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটে গত ১৩ই আগষ্ট রোজ বুধবার বিকেলে নিজ বাড়ির সামনে।
এই ঘটনায় গত ১৯ আগষ্ট রাজনপুর গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে নিরীহ আব্দুর রহিম নিজে বাদি হয়ে একই গ্রামের প্রতিপক্ষ হুমকিদাতা আলমাছ আলীর আলী আহমদ(৪০),স্বাধীন মিয়া,আহাদ মিয়ার ছেলে ইজাজুল মিয়া,আসদ আলীর ছেলে আব্দুল্লা,মারুফ মিয়ার ছেলে রহমত আলী,স্বাধীন মিয়ার স্ত্রী রুবেনা বেগমকে আসামী করে এই মামলাটি দায়ের করেন। ফৌজদারী কার্যবিধি আইনের ১১৪/৩২৩/৩০৭/৩৮২/৩৭৯/৫০৬ ও ৩৪ ধারায় এই মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়,গত গত ১৩ই আগষ্ট মামলার বাদি আব্দুর রহিমের মামাতো ভাই মৌলভীবাজারের শোয়েব মিয়া দুবাইয়ে অবস্থান করায় তার ফুফাতো ভাই মামলার বাদি আব্দুর রহিমকে দুবাইয়ের ভিসার প্রসেসিং করায় আব্দুর রহিম শান্তিগঞ্জ বাজারের পাশে তার বড়বোন মনোয়ারা বেগমের নিকট হতে দুইলাখ টাকা নিয়ে বাড়িতে আসেন।
এমন খবর পেয়ে প্রতিপক্ষ গ্রামের আলী আহমদ,স্বাধীন মিয়া ও তার স্ত্রী রুমেনা বেগম দেশীয় ও দাড়াঁলো অস্ত্র নিয়ে আব্দুর রহিমের গতিরোধ করে গলায় দাঁড়ালো অস্ত্র ঠেকিয়ে দুইলাখ টাকা,ত্রিশহাজার টাকা দামের একটি এন্ডএজ মোবাইল ও পাচঁহাজার টাকা দামের বাটন মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা বাদি আব্দুর রহিমকে শারীরিকভাবে নির্যাতন করে রক্তাক্ত করে এবং যাওয়ার সময় এই ঘটনা নিয়ে কাউকে জানালে তোমার বাড়িঘর দখলসহ প্রাণে হত্যার হুমকি দিয়ে যায় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। উল্লেখ্য দীর্ঘদিন ধরে বাদি আব্দুর রহিমের বসতভিটার দ্ইুহাত জায়গা এবং চলাচলের রাস্তাটি র্যন্ত জোরপূর্বক দখল করে তাদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসবের প্রতিবাদ করলে বিভিন্ন সময় বিভিন্নভাবে নামাংঙ্খিত ব্যাক্তিরা প্রাণনাশের ও হুমকি দিত বলে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে মামলার বাদি আব্দুর রহিম জানান মৌলভীবাজারে আমার মামতো ভাই দুবাই প্রবাসী হওয়াতে তিনি আমার জন্য ভিসার ব্যবস্থা করেন। আমি এমন খবর পেয়ে ভিসার টাকার জন্য শান্তিগঞ্জ উপজেলায় আমার বড়বোনের বাড়ি হতে নগদ দু”লাখ টাকা নিয়ে বাড়ি আসার পথে বাড়ির সামনে প্রতিপক্ষ আলী আহমদ,স্বাধীন মিয়া ও তার সহধর্মিনী রুমেনা বেগম দাড়াঁলো অস্ত্র নিয়ে আমার গতিরোধ করে গলায় অস্ত্র ঠেকিয়ে টাকাপয়সা ও দুটি মোবাইল ফোনে ছিনিয়ে নিয়ে আমাকে মারধোর করে রক্তাক্ত জখম করে এবং ঘটনাটি কাউকে জানালে আমাকে প্রাণে মেরে ফেলার ও হুমকি দেয়। বর্তমনে আমি পরিচার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি। অবিলম্বে এই সমস্ত ছিনতাইকারি চক্রের সদস্যদের গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের পাশাপাশি আমার টাকাগুলো উদ্ধারের জন্য আইন শৃংখলা বাহিনীর নিকট দাবি জানাই।
এ ব্যাপারে প্রতিপক্ষ হামলাকারি আলী আহমদ ও স্বাধীন মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা টাকা ছিনতাই ও হামলার ঘটনাটি অস্বীকার করেন।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম খাঁন জানান,আদালতে মামলা হলেও মামলার কপি হাতে আসেনি। আসলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin