সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক উপজেলা আর্মি ক্যাম্পের একটি টহল দল শুক্রবার সন্ধ্যায় ছাতক শহরে এক বিশেষ অভিযান পরিচালনা করে দু'জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হলেন রেল মসজিদ এলাকার সুনিল দাশের পুত্র সুভাষ দাশ ও নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি গ্রামের মোমতাজুদ মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম।
তাদের কাছ থেকে ৩ বোতল বিদেশী মদ, ৫০ গ্রাম গাঁজা, ২৪ পিস ইয়াবা, ৪ টি মোবাইল (স্মার্ট ফোন- ১ টি ও বাটন ফোন ৩ টি) এবং নগদ টাকা এক হাজার ৪২০ উদ্ধার করা হয়েছে। আটক দুইজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin