সেলিম মাহবুব,ছাতকঃ
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামে সম্প্রতি সংঘটিত এক রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে ছাতক সেনা ক্যাম্প ও জগন্নাথপুর থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ২১ আগস্ট গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
ছাতকের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ ফারাবী বিন আলীর নেতৃত্বে ২৫ সদস্যের সেনা টহল দল এবং জগন্নাথপুর থানার এসআই মোঃ হাদী আব্দুল্লাহ, এএসআই কামাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্স যৌথভাবে এই অভিযানে অংশগ্রহণ করেন।
জানা যায়,কয়েক সপ্তাহ আগে ইসহাকপুর গ্রামে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়, যেখানে প্রকাশ্যে গুলিবর্ষণ এবং দেশীয় অস্ত্রের ব্যবহারের ঘটনা ঘটে।
সংঘর্ষের একটি ভিডিও ক্লিপ ছাতক সেনা ক্যাম্পের হাতে পৌঁছালে সেটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়।
ভিডিও বিশ্লেষণের মাধ্যমে ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করতে সেনাবাহিনীর গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ২১ আগস্ট রাতে অভিযান চালিয়ে ইসহাকপুর গ্রামের এলাইছ মিয়ার ছেলে রাবেল মিয়াকে (২২) কে গ্রেফতার করা হয়।
অভিযানের সময় রাবেলের বাড়ির সংলগ্ন পুকুরপাড় থেকে বিপুল পরিমাণ দেশীয় ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল একটি পুরাতন কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, দুটি পুরাতন পাইপ গান, একটি তাজা কার্তুজ,একটি লোহার তৈরি ক্লিনিং রড, একটি চাপাতি ও ছয়টি ধারালো ছুরি।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ প্রক্রিয়ায় জগন্নাথপুর থানায় হস্তান্তর করার পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা (মামলা নং-০৯) রুজু করা হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার রাবেল মিয়া-কে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin