সেলিম মাহবুব, ছাতকঃ
গৌরব, ঐতিহ্য ও সংগ্রামে
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের ছাতক উপজেলায় বর্ণাঢ্য র্যালি, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন এবং ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার বিকেলে ছাতক উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রওশন কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এসে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ'র সভাপতিত্বে ও সদস্য সচিব আবিদুর রহমান'র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, পৌর বিএনপির সদস্য তানিমুল হক তানিম, প্রধান বক্তার বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোনাজ্জির আলী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাহা উদ্দিন শাহী, স্বেচ্ছাসেবক দল নেতা রিপন মিয়া, এ জে মনন। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনসুর আহমেদ, রাকিব আলী, মাসুক আহমদ, তোফায়েল আহমদ বিপন, এড.জাহাঙ্গীর আলম রাসেল, সদস্য রাহেল আহমদ, আনোয়ার হোসেন, হিফজুর রহমান মামুন, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, শাকিল আহমদ, সামছু মিয়া, সুরমান আলী, মারুফ এলাহি, ফকর উদ্দিন, সোহেল মিয়া, কামাল উদ্দিন মেম্বার, তালেব আলী, মখদ্দুস আলী।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হোসেন, সদস্য সচিব শংকর কুমার দাস, প্রথম যুগ্ম আহবায়ক শাহরিয়ার তারেক, খলিলুর রহমান, মতিউর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিজন তালুকদার, যুবদল নেতা আব্দুল মুনিম মামনুন, ফয়জুল ইসলাম পাবেল, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল বাকি মুহিত, ছাতক উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহবুবুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব সাকিবুর রহমান তালুকদার প্রমুখ। উপজেলা ও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় এবং বালিকা উচ্চ বিদ্যালয়ে ও হাসপাতাল প্রাঙ্গণে ডাস্টবিন স্থাপন ও বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।
সার্বিকভাবে ছাতক উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের এ আয়োজন ছিল পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য এক দৃষ্টান্ত।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin