শিরোনাম
গৃহস্থলী জ্বালানি গ্যাসের দাবিতে, ব্রাহ্মণবাড়িয়াতে চলতেছে মিছিল সমাবেশ। হরিরামপুরে বিএনপির রাজনীতিতে জনপ্রিয়তার শীর্ষে-আবুসাদাত ইমনেই চলছে চেয়ারম্যান-সচিববিহীন তোয়াকুল ইউপি, সেবা কার্যক্রম ব্যাহত ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির কমিটিতে ত্যাগীদের পরিবর্তে স্থান পেয়েছে আওয়ামী লীগের দোসররা! ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার আসামী ১২ সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের র‌্যালি,পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলজ-বনজ বৃক্ষরোপন সিলেট বক্ষব্যাধি ক্লিনিকের পরিচ্ছন্নকর্মীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নজির হোসেন মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপন নাম করনে পূর্বানুমতি প্রসঙ্গে মতবিনিময় সভা শান্তিগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক আশুগঞ্জে সেনা অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

সিলেট বক্ষব্যাধি ক্লিনিকের পরিচ্ছন্নকর্মীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার:

সিলেট বক্ষব্যাধি ক্লিনিকের পরিচ্ছন্নকর্মী রাহেলা খাতুনের অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের সিভিল সার্জন ডা. মো: নাসির উদ্দিন বলেন, একজন কর্মচারীকে আমাদের মূল্যায়ন করতে হবে। তবে তাকে কাজে মনোযোগী হতে হবে। তখন চাকুরীর বিদায় বেলায় মূল্যায়ন পাওয়া যায়। যেমন আমাদের বক্ষব্যাধি ক্লিনিকের পরিচ্ছন্নকর্মী রাহেলা খাতুন অবসরজনিত কারণে তাহার কাজের মূল্যায়ন করা হয়েছে। তাহাকে উক্ত প্রতিষ্ঠান বিদায় সংবর্ধনা জানিয়ে সবাইকে উৎসাহ করা হয়েছে। তিনি আরও বলেন, পাশাপাশি আমাদের স্বাস্থ্যখাত আরও গতিশীল করে তুলতে ক্লিনিকের রোগীদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে।”

সোমবার (১৮ আগস্ট) ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা: মো: এহসানুল ইসলামের সভাপতিত্বে ও ডাঃ শান্তনু দত্ত এর পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সম্বর্ধনা অনষ্টানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা সিলেট ডেপুটি সিভিল সার্জন ডাঃ জন্মেজয় দত্ত বলেন, উক্ত অনুষ্ঠান আমাদের মিলেমিশে কাজ করার উৎসাহ প্রেরণা জাগায়। সেক্ষেত্রে সবার সুদৃষ্টি রাখার আহবান জানান।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ ফাতেমা ইয়াছমিন, সিনিয়র কনসালটেন্ট বক্ষব্যাধি ক্লিনিক ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা জামান খান, সন্তোষ সিনহা, দিলদার হোসেন, সুরভী সিনহা, নিলিমা হোসাইন, মোঃ নেছার আহমদ, দিলীপ সরকার, নজরুল ইসলাম, স্বপ্না, তাপস দাস প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী সংবর্ধিত অতিথিকে অফিসের সবাই মিলে গাড়িতে তুলে দিয়ে বিদায় জানানো হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ