শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

সিলেটের সকল পর্যটন স্পট সংরক্ষণ ও উন্নয়নের দাবীতে ক্লিন সিটি সিলেটের মানববন্ধন

স্টাফ রিপোর্টার / ২৩৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

সাদাপাথর জাফলংসহ পর্যটন কেন্দ্র রক্ষায়
রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয় জরুরি
———————ডা. অচিনপুরী

সিলেট জেলা সংবাদদাতা ::
জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ও ক্লিন সিটির উপদেষ্টা ডা. জহিরুল ইসলাম অচিনপুরী বলেছেন, সিলেটকে আল্লাহ তায়ালা এক অপার প্রাকৃতিক সৌন্দর্য্য দান করেছেন। সিলেট একটি প্রাকৃতিক সম্পদে ভরপুর অঞ্চল। যদি আমরা এই সৌন্দর্য্যকে রক্ষা করি, তাহলে সিলেট আরও পর্যটন বান্ধব হবে এবং দেশের জন্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাকৃতিক স্থানগুলো সংরক্ষণ করা এবং সেগুলোকে সুশৃঙ্খলভাবে বিশ্বমানের পর্যটকদের সামনে উপস্থাপন করা প্রয়োজন। বিশ্বের অনেক দেশ শুধুমাত্র পর্যটনের ওপর নির্ভরশীল। আমাদের সমস্যাগুলো হলো পর্যটন কেন্দ্রগুলোকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখা, যাতায়াতের সুবিধা উন্নত করা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা।
তিনি সতর্ক করে বলেন, আজ আমরা দেখি সাদাপাথরের মতো গুরুত্বপূর্ণ স্থান লুট হচ্ছে, অথচ প্রশাসন ও সরকার এই বিষয়ে তেমন কার্যকর ভূমিকা নিচ্ছে না। এই খাতের উন্নয়নে রাজনীতিবিদদের আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
তিনি বলেন, সিলেটে রাজনৈতিক পার্থক্য থাকলেও স্থানীয় স্বার্থে দলগুলো এক হয়ে কাজ করে। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য্য রক্ষায় সকল রাজনৈতিক দল প্রশাসনের সঙ্গে মিলিত হয়ে কাজ করতে হবে। পর্যটন এলাকা নির্ধারণ, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং নীতিমালা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। এই নীতিমালাটি কঠোরভাবে অনুসরণ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সিলেটের উন্নয়নে এবং প্রাকৃতিক সৌন্দর্য্য সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ক্লিন সিটি সিলেটের উদ্যোগে সাদাপাথর ও জাফলং সহ সিলেটের সকল পর্যটন স্পট সমূহের সংরক্ষণ ও উন্নয়নের দাবীতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক কাসমির রেজা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্লিন সিটি সিলেটের সভাপতি নাজিব আহমদ, তরুন পরিবেশ প্রেমী সংগঠক শাহ শিকান্দার আহমদ শাকির, তরুন সংগঠক ও কবি জেনারুল ইসলাম, কবি ও সাংবাদিক জালাল জয়, ক্লিন সিটি সিলেটের অর্থ সম্পাদক আবু তাহের, দপ্তর সম্পাদক নাসির আহমদ তানবীর, সহ আইটি ও মিডিয়া সম্পাদক জুবায়ের আহমদ, লজিস্টিক সম্পাদক ফাহিম আহমদ, সহ-লজিস্টিক সম্পাদক ইশতিয়াক হোসেন মারুফ, সদস্য মো: শাহিদুজ্জামান সুজন, রেদোয়ান আহমেদ, মো: শিহাব উদ্দিন, মো: রুবেল, শাহ রবিউল বাশার, আজিম আহমদ নাসিদ, আশিকুর রহমান মুন্না, মোহাম্মদ লিমন, ওলিউর রহমান নাঈম, সাদাত বিন হোসাইন, ইব্রাহিম আহমদ রাসেল, ইব্রাহিম চৌধুরী, ফারজানা আক্তার সুরাইয়া, আমিনা, প্রীতম পাল, সাইদুল ইসলাম, সাদেক হোসেন, শফি সায়েদ নাঈম প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ