দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে আন্তঃজেলা অজ্ঞানপার্টি ও চোরচক্রের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি করার সরঞ্জাম, চোরাই মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন এর তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএম এর নেতৃত্বে একটি চৌকস টিম কাহারোল থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ১৭ আগস্ট (রবিবার) সন্ধ্যার পর থেকে রাতব্যাপী দিনাজপুর ও আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলো—
মোঃ আব্দুল জব্বার (৪৮),পিতা-মৃত আমিরউদ্দিন, সাং- কাশিমপুর, পঞ্চগড় সদর। মোঃ আক্তারুজ্জামান (৪০), পিতা- মোঃ আব্দুল মোত্তালেব, সাং- কমলাপাড়া, পঞ্চগড় সদর। মোঃ আইয়ুব আলী (৫০), পিতা- মৃত রফিকুল ইসলাম, সাং- বক্রিমপুর, পোঃ মোকন্দপুর। মোঃ তরিকুল ইসলাম (৫২), পিতা- মৃত জামাল উদ্দিনসাং- মোহাম্মদপুর।
শ্রী ফুলেন চন্দ্র রায় (৫৬), পিতা- মৃত চান্দিয়া বর্মন, সাং- ছাতইল, কাহারোল, দিনাজপুর। মোঃ মাসুদ রানা (৪০), পিতা- মোকছেদ আলী, সাং- বলরামপুর, থানা- আটোয়ারী, পঞ্চগড়।
অজ্ঞানপার্টির কার্যপদ্ধতি
পুলিশ জানায়, চক্রের সদস্যরা রাতের আঁধারে বসতবাড়ির পানির ট্যাংক ও টিউবওয়েলের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ফেলত। এরপর বাড়ির গ্রীল কেটে বা অন্যান্য উপায়ে ঘরে প্রবেশ করে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী চুরি করত।
উদ্ধারকৃত মালামাল
অভিযানে তাদের কাছ থেকে রেঞ্জ, প্লাস, ছোড়া, হাতুড়ি, হ্যাসকোব্লেড, তালা কাটার যন্ত্র, ঘুমের ওষুধ ১০০ পিস, গুড়া তিন পোটলা, কাসার হাড়ি, প্লেট, বাটি, ঘটি, চুরির কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
মামলা-সংক্রান্ত তথ্য
প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত ১নং আসামি মোঃ আব্দুল জব্বারের নামে দেশের বিভিন্ন থানায় ১৪টি চুরির মামলা রয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধেও একাধিক চুরির মামলা চলমান আছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin