সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২টি নিয়মিত মামলার এজাহার নামীয় ৪ জন আসামী এবং ওয়ারেন্টভূক্ত ৮ জন সহ মোট ১২ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাত থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে, এসআই রেজাউল করিম, এসআই মঞ্জুরুল ইসলাম নয়ন, এএসআই তোহা, এএসআই সাইফুর রহমান, এএসআই নাছির উদ্দীন, এএসআই মহি উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান চালিয়ে এসব আসামীদের গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন জিআর-১১৬/১৬ (জগন্নাথঃ) মামলার পরোয়ানা ভূক্ত আসামী ভাতগাও ইউনিয়নের বাদে ঝিগলী গ্রামের মৃত উস্তার আলীর পুত্র নাজির উদ্দিন (২০) বিবিধ- ১৩৯/২৪ (ছাতক) মামলার পরোয়ানা ভূক্ত আসামী নোয়ারাই ইউনিয়নের সিংগেরকাচ গ্রামের আখল মিয়ার পুত্র মানিক আলী (৪৫), হাসান আহমদ (২২), আনর আলী (৫৫), হোসেন
আহমদ (২০), তেরা মিয়া (৪৩) মানিক মিয়ার পুত্র মাছুম মিয়া (২০), নাঈম মিয়া (১৮)।
এসআই গাজী মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে, সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় ছাতক থানার মামলা নং-১৩ (০৮) ২৫ জিআর-২৩৫/২৫ এর এজাহার নামীয় আসামী ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গণেশপুর ছড়ারপার গ্রামের মৃত মঈন উদ্দিনের পুত্র ইমরান হোসেন (২৯), এসআই মোফাফখারুল ইসলামের নেতৃত্বে মামলা নং-১৪(০৮)২৫, জিআর-২৩৬/২৫ এর এজাহার নামীয় আসামী দোয়ারা বাজার থানার পান্ডার গাও ইউনিয়নের পান্ডারগাও গ্রাম নিবাসী, বর্তমানে ছাতক থানার রাউলী নিবাসী মৃত মখলিছ আলীর স্ত্রী ফুল বাহার বেগম (৫৫), জালিয়া গ্রামের আব্দুল কাদিরের স্ত্রী বেগম বাহার (৫০), পান্ডারগাও গ্রামের ছোরাব আলীর পুত্র সায়মন কে (২০) গ্রেফতার করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান শফিক জানান, গ্রেফতারকৃত ওয়ারেন্ট ভূক্ত এবং নিয়মিত মামলার আসামীদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin