স্টাফ রিপোর্টার:
সিলেটে উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাওরের একাংশ অবৈধভাবে দখল করে চাষাবাদের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছেন গোয়াইনঘাট উপজেলার ধর্মগ্রাম গ্রামের তজম্মুল আলীর ছেলে মো. সালেহ রাজা।
সম্প্রতি (১২ আগস্ট) তিনি এ আবেদন করেন।
আবেদনে সালেহ রাজা উল্লেখ করেন, গোয়াইনঘাট উপজেলার ধর্মগ্রাম হাওরের (জেএল নং ২৪১, ধর্মগ্রাম মৌজা) পরিবেশগত ভারসাম্য রক্ষায় তিনি উচ্চ আদালতে একটি রিট আবেদন (নং ৮০৭৬/২০২৫) দায়ের করেছিলেন। গত ১৩ জুলাই আদালত প্রশাসনকে তদন্ত করে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
কিন্তু তার অভিযোগ, জনৈক শুক্কুর আলী ও তার সহযোগীরা হাওরের একাংশ দখল করে অবৈধভাবে চাষাবাদ চালিয়ে যাচ্ছে। বিষয়টি হাওরের জীববৈচিত্র ও পরিবেশের উপর সরাসরি আঘাত।
তিনি দ্রুত বিষয়টি তদন্ত করে অবৈধ দখল মুক্ত করাসহ প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
তিনি এ প্রতিবেদকের সাথে আলাপকালে জানিয়েছেন, পরিবেশ রক্ষায় কিছু গাছপালা লাগালেও অজ্ঞাত দুর্বৃত্তরা তা কেটে ফেলেছে। তিনি আরও জানান, শুক্কুর আলী বিগত ফ্যাসিস্ট আমলে ধর্মগ্রাম নৌশ্রমিক নামে একটা সমিতি করেন এবং সুদে টাকা খাটিয়ে জিরো থেকে হিরো হয়ে যান। তখন বিভিন্ন নির্বাচনের সময় আওয়ামী প্রার্থীদের কালো টাকা তিনি ভাগবাটোয়ারা করতেন। তাছাড়াও তিনি এক লাঠিয়াল বাহিনী গড়ে তুলেছেন, যাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায়না।
তার আবেদনের অনুলিপি ভূমি মন্ত্রণালয়ের সচিব, সিলেটের বিভাগীয় কমিশনার, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি ভূমি কমিশনারের কাছেও পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin