স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকার পাথর চুরি ও পাথর লুটপাটের ঘটনায় টাস্কফোর্সের বিশেষ অভিযানে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র, ইয়ারগান ও মদসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ভোলাগঞ্জ আদর্শ গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে কুতুব উদ্দিন ওরফে পাগলা শাহ (৫৪), ভোলাগঞ্জ উত্তরপাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে আব্দুল ওয়াহিদ (৫৫), তার ছেলে জাহিদ আহমদ (২২), একই এলাকার আব্দুল ওয়াজেদের ছেলে রুহেল আহমদ (২৬) এবং আরেকজন সহযোগী।
অভিযানের প্রথম পর্যায়ে রাত আনুমানিক ১টা ভোলাগঞ্জ আদর্শ গ্রামে মৃত আনোয়ার আলীর ছেলে কুতুব উদ্দিন ওরফে পাগলা শাহ’র বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তার বসতবাড়ি থেকে ১টি দা, ২টি ছুরি, ১টি বল্লম, ১৮০ মিলিলিটার ভারতীয় মদ অফিসার চয়েসের একটি বোতল এবং ১টি ইয়ারগান জব্দ করে। পরে তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে রাত আনুমানিক আড়াইটার দিকে ভোলাগঞ্জ উত্তরপাড়া এলাকায় মৃত গোলাম মোস্তফার ছেলে মো. আব্দুল ওয়াহিদের বাড়িতে অভিযান পরিচালিত হয়। এ সময় ১টি বল্লম, ১টি রামদা, ১টি ছুরি ও ১টি দা জব্দ করা হয়। এ অভিযানে আব্দুল ওয়াহিদসহ তার দুই ছেলে রুয়েল আহমদ (২৫) এবং জাহিদ আহমদকে (২২) গ্রেফতার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান সিলেট ভিউকে বলেন, ‘কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকার পাথর চুরি ও পাথর লুটপাটের ঘটনায় টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। এই অভিযানে ৪জনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।’
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin