মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব গোয়ালবাড়ী এলাকায় অবস্থিত হালগরা হাফিজি মাদ্রাসা স্থানীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ কোরান শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এখানে অভিজ্ঞ হাফিজ ও আলেম শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে শিক্ষার্থীদের হিফজুল কোরআন মৌলিক ইসলামি শিক্ষা প্রদান করা হয়।
মাদ্রাসার শান্ত ও ধর্মীয় পরিবেশে মাদ্রাসার ছাত্রদের শুধু কোর্রান এবং নুনারি এবং হিজ পশিক্ষন দেওয়া হয় নৈতিকতা, শিষ্টাচার ও সমাজসেবার আদর্শ নিয়েও গড়ে উঠছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা এবং দাতাদের সহায়তায় প্রতিষ্ঠানটি ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। আর এখন থেকে ভর্তি চলি্তেছে ভতির জন্য
যোগাযোগের নাম্বার:০১৩৪৪-৭৭৪৫৩২
অভিভাবকরা জানিয়েছেন, এ মাদ্রাসা এলাকার শিশুদের সঠিক ধর্মীয় শিক্ষা প্রদানের পাশাপাশি সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনছে।
পূর্ব গোয়ালবাড়ী হালগরা হাফিজি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক রফিক উদ্দিন জানান, প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটির উন্নয়ন ও পরিচালনায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা অব্যাহত রয়েছে।
মাদ্রাসার জন্য সার্বিক সহযোগিতা করেছেন এম এ মুহসিন, বদরুল ইসলাম বদই মিয়া, মোহাম্মাদ জুবাইর আহমদ, জুড়ী জামাত ইসলামী সভাপতি আব্দুল হাই হেলাল এবং রেনু মিয়া।
রফিক উদ্দিন সকল দাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের সহযোগিতা ও দোয়ার কারণেই মাদ্রাসার কার্যক্রম এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”