মোঃ মোকতাদের হোসেন,খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি ও শান্তিনগর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার হয়েছে। এ সময় একজন সন্ত্রাসীকে আটক করা হয় এবং আরেক শীর্ষ সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়।
সেনাবাহিনী জানায়, শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৬টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের নেতৃত্বে মানিকছড়ি উপজেলার গাড়িটানা এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় সন্ত্রাসী ইসমাইল হোসেনকে ২টি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যে খাগড়াছড়ির শান্তিনগর এলাকায় শীর্ষ সন্ত্রাসী কংচাই মারমাকে গ্রেফতারের জন্য আরেকটি অভিযান পরিচালিত হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কংচাই মারমা একটি তিনতলা ভবনের ছাদ থেকে গুলি ছোড়ে। পালানোর চেষ্টা ব্যর্থ হলে সে ছাদ থেকে লাফ দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ছাদ থেকে লাফ দেওয়ার আঘাতেই তার মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল থেকে ১টি ৯ মিমি পিস্তল, ৫টি এলজি, ২১ রাউন্ড কার্টিজ ও ১৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। সেনাবাহিনী জানায়, নিহত কংচাই মারমা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও একাধিক অপহরণের সাথে জড়িত ছিল। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাস দমন অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin