মোহাম্মদ আলী,স্টাফ রির্পোর্টার:
"পরিবেশ সুরক্ষায় অবদান রাখি, জলবায়ু ন্যায্যতার আন্দোলন গড়ি" ১৪ ই আগস্ট (বৃহস্পতিবার) জেলার পৌরসভাধীন জয়নগরে আয়েশা রহমান সাংস্কৃতিক কেন্দ্র ও গ্রন্থাগার মিলনায়তনে যুবদের জন্য কৃষি প্রতিবেশ চর্চা,জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক কর্মশালা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও ইয়ুথ গ্রীণ ক্লাব আয়োজিত কর্মসূচিতে যুবনেত্রী মিথিলা আক্তারের সভাপতিত্বে ও বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রোগ্রামটি পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপপরিচালক কৃষিবিদ ড. আবদুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে আলোচনায় আরও অংশগ্রহণ করেন কৃষক গবেষক মাসুদ বিশ্বাস, নারীনেত্রী আসমা আক্তার, আখি আক্তার, বারসিক কর্মকর্তা শিমুল কুমার বিশ্বাস,প্রমুখ।
কর্মশালা ও সমাবেশের সাথে তরুন প্রজন্মের জন্য কমিউনিটি থেকে কৃষক নিয়ন্ত্রিত লোকজ বীজ ও অচাষকৃত উদ্ভিদের প্রদর্শনী হয়।
উল্লখ্য,অংশগ্রহনমূলক আলোচনায় কৃষিতে তরুণ প্রজন্মের উদ্দীপনা কে স্বাগত জানিয়ে অর্গানিক পদ্ধতিতে কৃষি প্রতিবেশ বিদ্যা চর্চার মাধ্যমে খাদ্য সার্বভৌমত্ব অর্জন ও জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin