মোহাম্মদ আলী,স্টাফ রির্পোর্টার।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার গতকাল বুধবার(১৩ আগস্ট) বাঘুটিয়া ইউনিয়নের রাহাতপুর নামক জায়গায় বালুমহালে ভ্রাম্যমান মোবাইল কোর্টে যান উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন।
সূত্রে জানা যায়, এলাকা বাসীসহ নদীর পাড়ে বসবাসকারী সাধারণ মানুষ কিছুদিন যাবত ভাঙ্গনের বিরুদ্ধে মানববন্ধন করে আসছে।
স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করে অভিযোগ করেন, ইজারাকৃত ব্যক্তিরা ইজারাকৃত জায়গায় বাহিরে বালি উত্তোলন করছেন।
তারই পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন (১৩ আগস্ট) সকাল ৭.০০ ঘটিকায় ইজারাকৃত জায়গায় যান।
তিনি গিয়ে দেখেন ইজারাকৃত জায়গার ভিতরেই বালু উত্তোলন করা হচ্ছে। এ সময় উপস্থিত গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন-ইজারাকৃত জায়গায় বাহিরে বালু উত্তোলনের কোন সুযোগ নেই।
ইজারাদারদের নির্ধারিত জায়গায় মাটি কাটতে সহায়তা এবং নির্ধারিত এলাকার বাইরে মাটি কাটলে উপজেলা নির্বাহী অফিসারের নিকট জানানোর অনুরোধ করে স্থানীয় বাসিন্দাদের প্রতিশ্রুতি দেন।
উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন আরো বলেন,নির্ধারিত সীমানার বাহিরে গিয়ে যমুনা থেক বালু উত্তোলন করার কোন সুযোগ নেই,কেউ এরকম করলে তাদের বিরুদ্ধে প্রশাসন শক্ত হাতে দমন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
বালুমহাল ভ্রাম্যমান মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin