নামগঞ্জ প্রতিনিধি:
২৮ বর্ডারগার্ড(বিজিবি)”র সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং বংশীকুন্ডা ইউনিয়নের বাংগালভিটা বিওপির সদস্যরা ভারতীয় সীমান্ত পিলারের ১১৯০/১৩এস হতে ৩ শত গজ বাংলাদশের অভ্যন্তরে কান্দাপাড়া নামক স্থান হতে মালিক বিহীন ২১০০ মিটার ভারতীয় অবৈধ ব্লেজারের কাপড় আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোরে বাংগালভিটা বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের উপর গোপন সংবাদের ভিত্তিতে কান্দাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় ব্লেজার কাপড় উদ্ধার করেন। যার বর্তমান বাজার মূল্যে প্রায় চৌদ্দলাখ ৭০ হাজার টাকা হবে।
এ ব্যাপারে২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ} কর্ণেল একেএম জাকারিয়া কাদির এসব অবৈধ ভারতীয় গন্য আটকের সত্যতা নিশ্চিত করে জানান,বিজিবি”র উধর্বতন সদর দপ্তরের কর্তৃপক্ষের নির্দেশে ভারতের সাথে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্ত এলাকাজুড়ে ১৯টি বিওপির সদস্যরা সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান রোধে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে বিজিবি”র প্রতিটি সদস্যরা গোয়েন্দা তৎপরতা স্থলপথের পাশাপাশি নৌপথেও অব্যাহত রেখেছেন। আটককৃত সকল অবৈধ ভারতীয় পন্য শুল্ক কার্যালয়ে জমাদান করার প্রস্তৃতি চলছে বলেও তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin