স্টাফ রিপোর্টার:
সিলেটের কোম্পানীগঞ্জে পাথর, বালু লুটসহ একাধিক অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি এবং সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি সাহাব উদ্দিনকে সব দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নান, যিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
অভিযোগে বলা হয়েছে—সাদাপাথর এলাকা থেকে প্রায় ৫০ লাখ ঘনফুট পাথর লুট, ভোলাগঞ্জে বিশ্বব্যাংক অর্থায়িত স্থলবন্দর প্রকল্পের জমি দখল, সীমানা প্রাচীর ভাঙচুর, বন্দরের নির্মাণকাজের প্রায় ৭ কোটি টাকার মালামাল লুট এবং ধলাই নদীতে বালু ও পাথরবাহী নৌকা থেকে চাঁদা আদায়সহ নানা অনৈতিক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন। এছাড়া, এসব ঘটনায় স্থানীয়ভাবে প্রতিবাদ হলেও তিনি কোনো পদক্ষেপ না নিয়ে বরং ঘটনাগুলো আড়াল করার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি এসব বিষয়ে দেশের শীর্ষ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিএনপির হাইকমান্ড বিষয়টি নজরে নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin