শিরোনাম
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে হরিরামপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৫ উদযাপিত। কোম্পানীগঞ্জে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনের সব দলীয় পদ স্থগিত ভোলাগঞ্জ পর্যটন স্পট সাদাপাথর থেকে কয়েকশ কোটি টাকার পাথর লুট- । তামাবিল স্থলবন্দর ও কাষ্টমসের অনিয়ম এখন নিয়ম! মানিকগঞ্জে পদ্মার চড়ে ভূমি দস্যুর দাপট — ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে দিশেহারা শতাধিক পরিবার। চাঁদপুর হরিনা ফেরীঘাটের পার্কিং মাঠ, রাস্তা ও অন্যান্য অবকাঠামোগুলোর বেহাল দশা। সংস্কারের দাবী স্থানীয়দের সরকার সাংবাদিক সহ সাধারণ জনগনের নিরাপত্তা দিতে ব্যার্থ সিলেট মানববন্ধনে বলেন কামাল খান মানিকগঞ্জে বিএনপির জনপ্রিয়তাকে ক্ষুন্ন করার পায়তারা- পদ্মা থেকে বৈধভাবেই উত্তোলন করা হচ্ছে বালু-আশিকুজ্জামান শিপু। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত। গোয়াইনঘাটের পিয়াইন নদীতে নৌকা ডুবে এক সিপাহী নিখোঁজ
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে বিএনপি নেতা সাহাব উদ্দিনের সব দলীয় পদ স্থগিত

স্টাফ রিপোর্টার / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার:

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর, বালু লুটসহ একাধিক অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি এবং সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি সাহাব উদ্দিনকে সব দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নান, যিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

অভিযোগে বলা হয়েছে—সাদাপাথর এলাকা থেকে প্রায় ৫০ লাখ ঘনফুট পাথর লুট, ভোলাগঞ্জে বিশ্বব্যাংক অর্থায়িত স্থলবন্দর প্রকল্পের জমি দখল, সীমানা প্রাচীর ভাঙচুর, বন্দরের নির্মাণকাজের প্রায় ৭ কোটি টাকার মালামাল লুট এবং ধলাই নদীতে বালু ও পাথরবাহী নৌকা থেকে চাঁদা আদায়সহ নানা অনৈতিক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন। এছাড়া, এসব ঘটনায় স্থানীয়ভাবে প্রতিবাদ হলেও তিনি কোনো পদক্ষেপ না নিয়ে বরং ঘটনাগুলো আড়াল করার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি এসব বিষয়ে দেশের শীর্ষ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিএনপির হাইকমান্ড বিষয়টি নজরে নিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ