মোহাম্মদ আলী,স্টাফ রির্পোর্টার।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের পদ্মার চর এখন অসহায় মানুষের হাহাকার আর ভূমি দস্যুর দাপটের মিশ্র চিত্র। পদ্মার ভয়াবহ ভাঙনে ভিটেমাটি হারিয়ে শতাধিক পরিবার আজ ভূমিহীন। নদীগর্ভে বিলীন হয়েছে তাদের স্বপ্নের বাড়িঘর, জমি আর জীবিকা।
স্থানীয় সূত্রে জানা যায়, লেসরাগঞ্জ ইউনিয়নের নটাখোলা মৌজায় প্রায় ১০০ শতক সরকারি খাস জমি রয়েছে। এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য মোতালেব হোসেন দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন, এই জমিতে বাজার ও বসতবাড়ি গড়ে তুলতে যেন ভূমিহীনদের সুযোগ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকেও প্রাথমিকভাবে সরকারি ওই জমিতে বাজার স্থাপন ও ভূমিহীন পরিবারগুলোর জন্য বসতঘর নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছিল।
তবে স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী ভূমি দস্যু এই সরকারি জমি দখলের চেষ্টা করছে। ফলে অসহায় পদ্মার চরবাসী আবারও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। ভূমিহীন মানুষের দাবি, অবিলম্বে দখলদারদের হাত থেকে জমি রক্ষা করে তাদের বসবাসের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হোক।
এলাকাবাসীর একটাই আর্জি— “আমরা চাই মাথা গোঁজার ঠাঁই, নদী ভাঙনে হারানো জীবনের নতুন শুরু।”
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin