সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হককে নিয়ে স্থানীয় যুবলীগ নেতা হত্যা মামলার আসামী হেলাল উদ্দিন তার সহযোগী মাছুম উদ্দিন এবং জুনেদ আহমদ গং এর ফেসবুকে মিথ্যা বানোয়াট মানহানীরকর প্রচার প্রচারণার প্রতিবাদে জাউয়া বাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে শুক্রবার বিকেলে জাউয়াবাজার এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাউয়া বাজার ইউনিয়ন বিএনপি'র আহবায়ক মোঃ আলা উদ্দীনের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আবু সুফিয়ান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা এই সময়ে পলাতক থাকার কথা তারা প্রকাশ্য এলাকায় ঘুরাঘুরি করছে এবং বিএনপির নেতা-কর্মীদের হুমকি-ধামকি দিচ্ছে। ফেইসবুকে বিএনপি নেতার বিরুদ্ধে মানহানিকর স্ট্যাটাস দিয়ে মানহানি করছে। তিনি এসব যুবলীগ নেতাদের গ্রেফতারের দাবি করেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবিদুর রহমান আবিদ, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা মোঃ জহিরুল ইসলাম লিলু মিয়া, জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুর রশিদ, কাজী ছায়াদ মিয়া, গিয়াস উদ্দীন, আব্দুর রফিক ভুট্টু, বক্তব্য রাখেন বিএনপি নেতা ডলু মিয়া, ছমির উদ্দীন, কাজী শওকত, মো: আলী, কদর মিয়া, আব্দুল হামিদ কালা শাহ, মকদ্দুছ খান, আলী আসকর, আমিরুল ইসলাম লেচু, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ কয়েছ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জসিম উদ্দিন, কালাম উল্যা, মমিন খান, ছাতক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলা উদ্দীন, ইউনিয়ন যুবদল নেতা নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, ইসমাইল হোসেন, জামিল হক, জাউয়া বাজার কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সাব্বির আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুস সামাদ, জাউয়া কলেজ ছাত্রদলের সভাপতি আসিক উদ্দীন, সহ-সভাপতি তানভীর হাসান রকি, যুগ্ম সম্পাদক জাহেদ হোসেন প্রমুখ। বিক্ষোভ মিছিলটি জাউয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মধুবনের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin