মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে ভৈরব সাংবাদিক সমাজের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত। সমাবেশে স্থানীয়সহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক দম্পত্তি সাগর-রুনিসহ এই পর্যন্ত দেশে দুর্বৃত্তদের হাতে নিহত কোনো সাংবাদিক হত্যার বিচার হয়নি। আর এইজন্য দেশের বিভিন্ন স্থানে অবলীলায় সাংবাদিকরা হত্যাসহ নির্যাতনের শিকার হচ্ছেন। রাষ্ট্রযন্ত্র সংবিধানে স্বীকৃত চতুর্থস্তম্ভে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা বিধানে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন তাজুল ইসলাম তাজভৈরবী, আসাদুজ্জামান ফারুক, সোহেলুর রহমান, সুমন মোল্লা, তুহিন মোল্লা, এম.আর সোহেল সেন, আলাল উদ্দিন, দিদার হোসেন পিন্টু, ডা. লতিফ, আক্তারুজ্জামান, নজরুল ইসলাম রিপন, এমএ হালিম, হাজী সজীব, সোহানুর রহমান,মোঃ ছাবির উদ্দিন রাজু প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin