সেলিম মাহবুব,ছাতকঃ
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পিটাপই গ্রামের তরুণ ইজ্জাদুর রহমান যুক্তরাজ্যে বসবাসরত অবস্থায় গত ৩ আগস্ট ওয়েলসের সর্বোচ্চ পর্বত স্নোডন (উচ্চতা প্রায় ১,০৮৫ মিটার) সফলভাবে আরোহন করেছেন।
এটি ছিল একটি চ্যারিটি ফান্ডরেইজিং ট্রিপ, যার মাধ্যমে যুক্তরাজ্যের ঐতিহাসিক “আব্দুল্লাহ কুইলিয়াম মসজিদ” (বর্তমানে Liverpool Muslim Institute)-এর উন্নয়ন ও সংরক্ষণের জন্য অর্থ সংগ্রহ করা হয়। ইজ্জাদ জানান, “এটি শুধু একটি ট্রেকিং অভিজ্ঞতা নয়, বরং একটি মহৎ উদ্দেশ্যের অংশ ছিল। মসজিদটির উন্নয়নে অবদান রাখতে পারা আমার জন্য গর্বের।”
পর্বতারোহণ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু ছবি ও অভিজ্ঞতা শেয়ার করলে স্থানীয় ও প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ইতিবাচক সাড়া মেলে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin