সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্থানীয় ট্রাফিক পয়েন্ট ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন এর উপদেষ্টা নুরুল হাসান আতাহার'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, এইচএমপি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ পল্লী বিদুৎ সমিতির সভাপতি আবুল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, প্রথম আলোর প্রতিনিধি এডভোকেট খলিকুর রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, সুজন'র সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সভাপতি মাহবুবা আক্তার জেবা সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, সিলেট-সুনামগঞ্জ সড়কে ফিটনেস বিহীন গাড়ি চলছে। লক্কর ঝক্কর বাস চলছে। ড্রাইভারদের বেপরোয়া গতি সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া হেলপার রা গাড়ি চালাচ্ছে। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফিটনেস বিহীন যানবাহন বন্ধ করা হচ্ছে না। যার কারণে দূর্ঘটনা বাড়ছে। দূর্ঘটনার কারণ চিহ্নিত না করায় দূর্ঘটনা বাড়ছে। মানুষ রাস্তায় মারা যাচ্ছে। ড্রাইভার ও হেলপারের অদক্ষকতা আর অবহেলার কারণে গতকাল(৬ই আগষ্ট) সুনামগঞ্জের বাহাদুরপুর এলাকায় যাত্রীবাহি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন ছাত্রীসহ তিনজনের প্রাণ কেড়ে নেয় ঘাতক বাস। অবিলম্বে এইসব খুনীদের দ্রæত গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin