মোহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার।
শিক্ষিত কর্ম প্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মানিকহঞ্জে ৫০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয।
লার্নিং এন্ড আর্নিং লিমিটেড মানিকগঞ্জ জেলার
কো-অর্ডিনেটর শাহাবুদ্দিন সবুজের সভাপতিত্বের ও জেলা শাখা লার্নিং এ্যান্ড লিমিটেড এর উদ্যোগে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
বুধবার (৬ আগস্ট) সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা কার্যালয়ে এই সনদ বিতরণ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রেইনার (ডিজিটাল মার্কেটিং এন্ড গ্রাফিক্স ডিজাইন) মোহাম্মদ সাইফুল আরেফিন মিঠু, ট্রেইনার সুমন ইসলাম, রাজবাড়ী জেলা কো-অর্ডিনেটর এস এম সোহাগ।
এ সময় উপস্থিত বক্তব্যে ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং একটি সম্ভাবনাময় খাত। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টসহ বিভিন্ন ডিজিটাল স্কিল এখন ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি করছে।
উল্লেখ, এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের জেলার ৫০ জন শিক্ষিত তরুণ-তরুণী আজ সনদ গ্রহণ করছে, যা শুধু একটি কাগজ নয় এটি তাদের আত্মবিশ্বাস, দক্ষতা এবং ভবিষ্যতের সম্ভাবনার প্রতীক। তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমি বিশ্বাস করি, আপনারা এই প্রশিক্ষণকে পুঁজি করে শুধু নিজে আত্মনির্ভরশীল হবেন না, বরং অন্যদেরকেও উদ্বুদ্ধ করবেন।
সর্বোপরি প্রধান অতিথির হাত থেকে ৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণ সনদ গ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin