সিলেট বুলেটিন ডেস্ক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার মনাইকান্দি হাজীর ঘাট এলাকা থেকে রাতের অন্ধকারে ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। সূত্রে জানা গেছে, প্রভাবশালী একটি মহল প্রশাসন ও স্থানীয় কিছু ব্যক্তিকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
বালু তোলার ফলে পরিবেশ ও নদীর তীরবর্তী এলাকায় মারাত্মক ভাঙন দেখা দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে কৃষি জমি ও ঘরবাড়ি হুমকির মুখে পড়ছে।
নিয়মবহির্ভূত এই বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন সচেতন মহল।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার বিট অফিসার তরিকুল ইসলাম বলেন, তার জানা মতে ওই এলাকায় বালু উত্তোলনের কোনো ঘটনা ঘটেনি। তিনি জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন। বর্তমানে বালু উত্তোলন চলছে —এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এখনই বিষয়টি যাচাই করে দেখছি।”
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin