স্টাফ রিপোর্টার:
সিলেটে হাইওয়ে পুলিশ রিজিয়নের কার্যালয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত এই সভায় অংশগ্রহণ করেন কল্যাণ সভায় সকল থানার অফিসার ইনচার্জগণসহ প্রতি পদমর্যাদার পুলিশ সদস্য। সভার সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম।
সভাপতি সকল সদস্যদের উত্থাপিত সমস্যা মনোযোগ দিয়ে শুনেন এবং উপস্থাপিত সমস্যা সমাধানের আশ্বাস দেন।
কল্যাণসভার সমাপনী বক্তব্যে এসপি বলেন, আপনাদের সকলের সহযোগিতায় একটি সুশৃংখল ও নিরাপদ মহাসড়ক উপহার দেয়ার জন্য আমরা প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছি। আপনারা মহাসড়কে এমন কোনো কাজ করবেন না যা আমাদেরকে বিব্রত করে এবং পুলিশ বাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করে। আপনাদের সমস্যা আমরা সমাধানের চেষ্টা করবো কিন্তু আপনাদের কোনো অপেশাদার আচরণের কারণে হাইওয়ে পুলিশ তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে তার দায় সংশ্লিষ্ট সদস্যকে নিতে হবে।
পুলিশ সুপার এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আরো বলেন মহাসড়কে কোনো পুলিশ সদস্য চাঁদাবাজি করলে ফৌজদারি মামলায় গ্রেপ্তার করে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে জেলে পাঠিয়ে দেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin