স্টাফ রিপোর্টার:
নগরীর থিয়েটার ইন্সটিটিউট এ হয়ে রাউজান আর আর এ সি ইন্সটিটিউশনের আয়োজনে (২০০৩ -- ২০২৫) গত ২/৮/২০২৫ বিকেল ৫ টায় মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু মোহাম্মদ খালেদের শোক ও স্মৃতিচারণ। এখানে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান সহ মোট ৫ জনের শোক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেয়র শাহদাত হোসেন। বিশেষ অতিথি আবু বকর সিদ্দিকী এবং অন্যান্য অতিথিবৃন্দ। অতিথিরা মোহাম্মদ খালেদের ভালো দিক গুলো তুলে ধরে উনার স্মৃতিচারণ করেন। তারা বলেন একজন সৎ সদা সত্যবাদী দেশপ্রেমিক ছিলেন খালেদ সাহেব। অনুষ্ঠানে আরও ছিলেন আবু মোহাম্মদ খালেদের দ্বিতীয় মেয়ে লেখক. কথাসাহিত্যিক. সাংবাদিক শাম্মী তুলতুল তার বাবার স্মৃতিচারণ করতে করতে অশ্রুশিক্ত হন। অনুষ্ঠানে সভাপতি ছিলেন আবু বকর সিদ্দিকী আর সাধারণ সম্পাদক হলেন ইয়াছিন মাহমুদ। আরো উপস্থিত ছিলেন রাউজান আর আর স্কুলে অতিথি বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin