স্টাফ রিপোর্টার:
সিলেটের জনপ্রিয় কন্ঠশিল্পী বিথী রাণী নাথ’র গানের স্কুল আনুষ্ঠানিকভাবে শুক্রবার বিকেলে সিলেট থেকে যাত্রা শুরু করেছে যার নাম বিথী মিউজিক স্কুল। বিথীর জন্য অনেক অনেক শুভ কামনা করেন। শুদ্ধ সংগীতচর্চার নিজেকে প্রতিষ্টিত শিক্ষিকায় রুপান্তর কর। সকল প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যাও। অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জনপ্রিয় গীতিকার, সুরকার ও কন্ঠশিল্পী ডাঃ জহিরুল হক অচিনপুরি, এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং মিডিয়াব্যাক্তিত্ব মুজিবুর রহমান, সিলেটের জনপ্রিয় গীতিকার জাকির শাহ, গীতিকার, নাট্যাকার এম কামরুল চৌধুরী, সিলেটে জনপ্রিয় সংগীত পরিচালক, সংঙ্গীত শিল্পী নভেল আহমেদ আল-আমিন। এসময় উপস্থিত ছিলেন গীতিকার সজল কান্তি ধর, গীতিকার জে আই রাজু খান, বিশিষ্ট গীতিকার গিয়াস সানি, কবি, সাহিত্যিক ও সাংবাদিক জাকির হোসেন, শেখ ফাহিম, বিথী রাণী নাথ’র বাবা শ্রী দ্বীপেন্দ্র দেব নাথ, বিথী রাণী নাথ’র মাতা দ্রৌপদী রানী নাথ, বড় ভাই চন্দন দেবনাথ, খোকন দেবনাথ, উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও ছিলেন রনিরাজ, অসিম দাস, অনাদি, আবির, মোহনা, এসম আরো উপস্থিত ছিলেন সিলেটের মিডিয়া ব্যাক্তিত্ব ও সংগীত শিল্পী এজাজ আহমেদ, ভিডিও পরিচালক পাখী সোহেল, আব্দুল মতিন লাল, জয়ন্ত দাস, রাফিয়া বৃষ্টি, শংকর তালুকদার, নয়ন, সৃজন সহ উপস্থিত ছিলেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বিথী মিউজিক স্কুলের প্রতিষ্ঠাতা, কর্ণধার ও সংগীত শিল্পী বিথী রাণী নাথ। উক্ত উদ্বোধনী অনুষ্টানে সংগীত শিল্পী, সাংবাদিক, রাজনীতিবিদ, মিডিয়াব্যক্তিত্ব, শিক্ষাবিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক সহোযোগিতায়: আরিফুল ইসলাম আরিফ, ব্যানার স্পন্সর।