মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি।
৫ শে আগস্ট ২০২৪ ইং গণঅভ্যুত্থান এর মধ্য দিয়ে ফ্যাসিস্ট শক্তির অবসান ঘটে,স্বৈরাচার নিপাত যেয়ে -গনতন্ত্র মুক্তি পেয়েছে। বিগত ১৭ বছর সরকার বিরোধী আন্দোলন সহ গত বছর জুলাই আন্দোলনের অকুতোভয় সৈনিক, স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড জেলা ছাত্রদলের দুই কান্ডারি, সভাপতি -আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক -সিরাজুর রহমান খান সজীব।
জেল-জুলুম সহ নানা নির্যাতনের শিকার হয়েছিলো জেলা ছাত্রদলের দুই কান্ডারি।
সূত্রে জানা গেছে, অবরোধ সহ ডামি নির্বাচনের বিরুদ্ধে মশাল মিছিল, জনসচেতনতামূলক,স্টিকার বিতরন সহ কেন্দ্র ঘোষিত যাবতীয় মিছিল সমাবেশ ও কর্মসূচিতে সক্রিয় অংশ গ্রহন করেন।
এছাড়াও বিগত স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে।
দেশনেত্রী বেগম খালেদাজিয়ার স্বৈরাচার হাসিনা কর্তৃক নীল নকশা গ্রেফতার রায়ের পর বিভিন্ন হামলা- মামলা শিকার হয়েছিলো দুই কান্ডারি।
আপোষহীন নেত্রী বেগম খালেদাজিয়া দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।
আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ওবিএনপি উপদেষ্টামন্ডলীর অন্যতম সম্মানিত সদস্য ও জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মা-মাটি ও গণমানুষের নেত্রী - আফরোজা খানম রিতার সার্বিক সহযোগিতায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক সুন্দর ও গঠনমূলক সমাজ গড়ার দূঢ় প্রত্যাশা ব্যক্ত করছি। মা -মাটি রক্ষার্থে মানিকগঞ্জের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতে ও থাকবো ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin