সানোয়ার হোসেন,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) ক্লাবের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন করা হয়।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল আউয়াল মিছবাহ্ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আল আমীন। সহ-সভাপতি হয়েছেন আব্দুল কাদির, এম.এম.এ. রেজা পহেল এবং মোঃ সাইফ উল্লাহ্।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সুরঞ্জন তালুকদার ও সাজিদুর রহমান সাজু। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সানোয়ার হোসেন খোকা এবং সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান কবীর। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল মোছাব্বির এবং সহ-কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন মুন্না। দপ্তর সম্পাদক হয়েছেন জেনারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদিন জহিরুল এবং সহ-সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ জুবায়ের শামীম। সম্মানিত সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন মোঃ ইসহাক মিয়া ও জাকিয়া সুলতানা।
নতুন কমিটির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন- গোলাম জিলানী, প্রধান শিক্ষক, চামারদানি উচ্চ বিদ্যালয়, নূর ইসলাম, প্রধান শিক্ষক, মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়, মোঃ শাহিন উদ্দীন, অধ্যক্ষ, লায়েছ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ, মোঃ ইউনুস মিয়া, বীর মুক্তিযোদ্ধা;
গোলাম জিলানী, প্রভাষক, মধ্যনগর বি.পি. স্কুল অ্যান্ড কলেজ এবং রমাপদ চক্রবর্তী, সাবেক সহকারী প্রধান শিক্ষক , মধ্যনগর বি.পি. স্কুল অ্যান্ড কলেজ। তাদের অভিজ্ঞতা, দিকনির্দেশনা ও পরামর্শের মাধ্যমে প্রেসক্লাবের কাজ আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেছেন ক্লাব নেতৃবৃন্দ।
এছাড়া ক্লাবের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন মু. নাজমুল হুদা তালুকদার, অতিরিক্ত সরকারি কৌঁসুলি, জেলা ও দায়রা জজ আদালত, সিলেট।
নতুন কমিটির অন্যান্য সদস্যরাও আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রেসক্লাবের নতুন নেতৃত্ব মধ্যনগরে উন্নয়ন সাংবাদিকতা ও গণমানুষের কথা তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin