স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারতীয় এলাচিসহ একজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৮ জুলাই) সকালে জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে একটি এইচ পিকআপে প্লাস্টিক ক্যারেট দিয়ে ঢাকা অবস্থায় তিনটি বস্তায় সর্বমোট ১৫০ কেজি ভারতীয় এলাচি জব্দ করা হয়।
জব্দকৃত এলাচির বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ৫০ হাজার টাকা।
অভিযানে সংশ্লিষ্ট সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এলাচি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।