সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের "জালালাবাদ উচ্চ বিদ্যালয় চরগোবিন্দ'র শিক্ষার্থীদের জন্য মানবিক উদ্যোগ হিসেবে ছাতা উপহার দেয়া হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দিন'র ব্যক্তিগত অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন হয়।
রবিবার (২৭ জুলাই) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীদের হাতে একটি করে ছাতা তুলে দেন অতিথিবৃন্দ। বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি কমাতে এবং নিয়মিত স্কুলে যাতায়াতে উৎসাহ দিতেই এই ব্যতিক্রমী ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, প্রবাসে থাকলেও জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়ন, সমাজসেবা ও জনকল্যাণে অবদান রেখে চলেছেন।
ছাতা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আমিনুল হক। এতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শফিকুল হক, অভিভাবক হাজী মকবুল আলী, শিক্ষানুরাগী আছলম আলী, ইউপি সদস্য অজিত কুমার দাশ, সহকারী শিক্ষক মলয় কান্তি দাস, সমাজকর্মী জয়নাল আবেদীন ও আমীর হুসেন আলী।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin