জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ২৭ জুলাই ২০২৫ রবিবার মাদক মামলার এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। এসআই মোঃ ফরহাদ মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামি জাবেদ আহমেদ আদর (পিতা: মৃত মাহমদি আহমেদ), সাং: বিশ্বনাথপুর, থানা: জুড়ী – কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, জাবেদ আহমেদ আদর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক ও অপরাধ দমনে জুড়ী থানার এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।