সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে এক শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) উপজেলা শিক্ষক মিলনায়তন ভবনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ একরাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন আহমদ, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন। বক্তব্য রাখেন এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ছালেক মিয়া, উপজেলা তথ্য আপা গোলাপী বিশ্বাস, ছাত্র সমন্বয়ক মো. এহসানুল মাহবুব জুবায়ের, মোঃ সাইফ উদ্দিন, সাঈদুর রহমান সাইদ, চরমহল্লা কেজাউরা এতিমখানা মাদ্রাসার শিক্ষক হাফিজ মাও.তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক আব্দুল আলিম, আনোয়ার হোসেন রনি, তমাল পোদ্দার, সাকির আমিন, খালেদ আহমদ, মোশাহিদ আলী, শিক্ষার্থী রুকিয়া আক্তার সুমি। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে তাহমিদ আহমদ সহ আরো একজনকে সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়। এ অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাউল সুজিত বৈষ্ণব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোফাজ্জল হোসেন। গীতা পাঠ করেন এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সৃজন দাস। এ অনুষ্ঠানে ছাত্র সমন্বয়ক জুবায়েদ আহমদ সহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, সাংবাদিক ও সাধারণ নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin