মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি:
জুলাই আন্দোলনে এক ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি—নতুন কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় আনার জন্য নয়,"—এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন।
শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ভৈরবের বঙ্গবন্ধু স্মরণী সড়কে বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন আরও বলেন, উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে—এমন উন্নয়ন আমরা চাই না। তিনি দুর্নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এনসিপির অবস্থান পুনর্ব্যক্ত করেন।
পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “চাঁদাবাজি, টেন্ডারবাজি করা যাবে না। নিজেদের মধ্যে কোন্দল থাকলে তা মিলিয়ে নিতে হবে।” তিনি ঘোষণা দেন, এনসিপি ক্ষমতায় এলে ভৈরবকে জেলা হিসেবে ঘোষণা করা হবে।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্য কোনো দল যদি এনসিপি বা ছাত্রদের ভয়ভীতি দেখায়, তাহলে তার রাজনৈতিক জবাব দেওয়া হবে। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান এবং উপস্থাপনায় ছিলেন আরিফ আদিব। পথসভা শেষে নেতারা কিশোরগঞ্জের পথে আরও একটি পথসভায় অংশ নিতে ভৈরব ত্যাগ করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin