তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া ও প্রথম যুগ্ম আহ্বায়ক জুনাব আলী এই কমিটির অনুমোদন দেন।
ঘোষিত প্রতিটি ইউনিয়ন কমিটিতে ১জন করে আহ্বায়ক, ১জন সদস্য সচিব ও ৯ জন সদস্য রাখা হয়েছে।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে মো. গোলাম নুরকে আহ্বায়ক ও মো. শামিম আহমদকে সদস্য সচিব, শ্রীপুর উত্তর ইউনিয়নে মো. লায়েছ মিয়াকে আহ্বায়ক ও মো. মোশাহীদ আলীকে সদস্য সচিব, বড়দল দক্ষিণ ইউনিয়নে মো. বশির মিয়াকে আহ্বায়ক ও মো. আব্দুস সালামকে সদস্য সচিব, বড়দল উত্তর ইউনিয়নে মো. রফিকুল ইসলামকে আহ্বায়ক ও নজরুল ইসলাম শাহ্কে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।
এছাড়াও বাদাঘাট ইউনিয়নে মো. মঞ্জুর আলীকে আহ্বায়ক ও নজরুল ইসলাম শিকদারকে সদস্য সচিব, তাহিরপুর সদর ইউনিয়নে মো. সাইদুল কিবরিয়াকে আহ্বায়ক ও মো. সফি আলমকে সদস্য সচিব এবং বালিজুরী ইউনিয়নে আছব্বির আলী খাঁ'কে আহ্বায়ক ও আমিরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক জুনাব আলী বলেন, ‘প্রতি ইউনিয়ন আহ্বায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করবে। এবং পরবর্তীতে একইভাবে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।’
উপজেলা বি এনপি আহ্বায়ক বাদল মিয়া বলেন আমরা যাচাই বাচাই করে সকলের সমন্বয়ে ১১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন বি এনপি আহ্বায়ক কমিটি দিয়েছি। তারা ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন বি এনপি পুর্নাঙ্গ কমিটি গঠন করবে।যারা এই কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেনি তাদেরকে পুর্নাঙ্গ কমিটিতে মূল্যায়ন করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin