স্টাফ রিপোর্টার।
টিউমার অপারেশন এর জন্য এক ব্যক্তিকে আর্থিক অনুদান করেন হরিরামপুর উপজেলাস্থ সুলতানপুর ইউনাইটেড যুব সংঘ ও সমাজ কল্যাণ সংস্থা।
একজন মানুষ হিসেবে মানুষের পাশে দারানোই মহত কাজ বলে মনে করি।
-মো:জসিম উদ্দিন তার হাতের টিউমার অপরেশন করাতে পারছিল না। তখন সুলতান পুর ইউনাইটেড যুব সংঘ ও সমাজ কল্যান সংস্থা সভাপতি মো: আশরাফুল ইসলাম (বুলু) ও সাধারন সম্পাদক মো:মোবারক হোসেন বিষয়টা জানেন তখন তার হাতের টিউমার অপরেশন করানোর সব খরচ বহন করার সিদ্ধান্ত নেন।
আজ ২৫ শে জুলাই রোজ শুক্রবার দুপুর ২ ঘটিকায় সময় হতে মো:জসিম উদ্দিন এর হাতের টিউমার অপরেশন করানোর জন্য চেক প্রধান করেন সুলতানপুর ইউনাইটেড যুব সংঘ ও সমাজ কল্যান সংস্থা কর্তৃপক্ষ।
এ সময় উপস্থিত ছিলেন, অত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো:সাগর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো:সজিব হোসেন ও কোষাধ্যক্ষ মো:মোশাররফ হোসেন সহ কোষাধ্যক্ষ মো:বাধন, ও মো,রিফাত আহমেদ এবং সদস্য শাফিন আহমেদ ও ইউসুফ মাহামুদ প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin