স্টাফ রিপোর্টার:
এসএমপি ডিবির অ/ভি/যানে আবাসিক হোটেলে অ নৈ তি ক কাজে জড়িত থাকার অ ভি যোগে ০৬ (ছয়) জন গ্রে ফ তা র। অদ্য ২৪/০৭/২০২৫ খ্রিঃ অনুমান ১৩.৪৫ ঘটিকায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন তালতলাস্থ ‘ছাদী গেষ্ট হাউস’আবাসিক হোটেল এর ২য় তলার ৬০৬ নং কক্ষে অ/ভিযান পরিচালনা করে অ নৈ তিক কাজে জড়িত থাকার অভিযোগে ০৪ (চার) জন পুরুষ ও ০২ (দুই) জন নারী আটক
মোট ০৬ জনকে আ ট ক করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন- ১। মোঃ আফতাব উদ্দিন (৪৫), ২। কয়েছ উদ্দিন (২০), ৩। মোঃ ফয়জুল ইসলাম (৪৩), ৪। মোঃ পারভেজ মিয়া (২৪), ৫। মোছাঃ মাহিনুর আক্তার (১৯), ৬। রোকেয়া বেগম (৪০)।
উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং- ৩০৮, তারিখ-২৪/০৭/২০২৫ খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ রুজু হয়।
গ্রেফতা রকৃতদের‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।