শিরোনাম
ছাতকে পুলিশের এক অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার ৪  মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ- ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী প্রচারণা কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের সাথে মতবিনিময় সভা।  মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ- ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্বাচনী প্রচারণা কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের সাথে মতবিনিময় সভা। বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের দাবীতে বিশাল মিশিল, পথসভা ও লিফলেট বিতরণ ছাতকের খুরমায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার  হরিরামপুরে জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে -জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গোয়াইনঘাটের ডালারপাড় নদীর বালুবাহী নৌকা থেকে ফারুক মেম্বারের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ! ফের গোয়াইনঘাটে বালু লুটের বেপরোয়া হয়ে উঠেছে নেপথ্যে প্রভাবশালী মহল ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হানিফ ও কামরুলকে ফুলেল শুভেচ্ছা
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

দক্ষিণ সুরমা ঊপজেলাকে মাদকমুক্ত করতে চান ইউএনও উর্মি রায়

স্টাফ রিপোর্টার / ১১০ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

মাদকের বিরুদ্ধে কটন হুশিয়ারি দিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি রায়। তিনি এ উপজেলাকে মাদকমুক্ত করতে চান। সেটি কার্যকর করতে প্রশাসন,পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত সকলকে নির্দেশনা দিয়েছেন।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার ঊর্মি রায় মাদকদ্রব্য বিক্রি ও মাদকাসক্তদের সংখ্যা বৃদ্ধি রোধকল্পে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে উপজেলাপর্যায়ে আরো তৎপর হওয়া প্রয়োজন বলে ও মনে করেন তিনি। বিষয়ে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন। দক্ষিণ সুরমা উপজেলাকে মাদকমুক্ত রাখতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হওয়ার পাশাপাশি জনগণকে এদের প্রতিরোধে আরো সচেতন হওয়ার আহবান জানান।

গত ২৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা কনফারেন্স হলে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম শায়েস্তা, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, মোগলাবাজার থানার ওসি খন্দকার মুস্তাফিজুর রহমান, দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত)মারফত আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোদেজা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আয়েশা আক্তার বৃষ্টি, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রীমা দাশ, দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস অফিসের পক্ষে ওয়ারহাউজ ইন্সপেক্টর টিটন সিকদার, এভিসিবি-৩-এর উপজেলা সমন্বয়কারী মোছাঃ মরিয়ম সুলতানা, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল আজিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।

সভায় বক্তারা সাম্প্রতিক মারাত্মক আকারের বিদ্যুৎ বিভ্রাট নিয়ে চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। ক্ষোভ প্রশমনের আহবান জানিয়ে ইউএনও ঊর্মি রায় বলেন, নিঃসন্দেহে যৌক্তিক কারণেই হয়তো এই বিভ্রাট হচ্ছে। পরিস্থিতির উন্নয়নে তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্থানীয় উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সাম্প্রতিক সময়ে মোটরসাইকেল চুরি বেড়ে যাওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ করে তা প্রতিরোধে আলোচনা হয়। সভায় সিলেটে মাদক পরিবহন, চুরি-ছিনতাই-রাহাজানীতে নাম্বারপ্লেটবিহীন সিএনজিচালিত অবৈধ অটোরিক্সার সম্পৃক্ততার বিষয়ে আবারোও আলোচনা হলে উভয় থানার ওসি এ ব্যাপারে কঠোর অভিযান চলমান রয়েছে মর্মে আশ্বাস প্রদান করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ