সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের পূর্ব চড়গাও গ্রামে পারিবারিক কলহের জেরে মৃত কামরু মুন্সির ছেলে বড় ভাই লুৎফুর রহমানের (৭০) ছুরিকাঘাতে আপন ছোট ভাই মজিবুর রহমান (৫৫) নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক বড়ভাই লুৎফুর রহমানকে (৫৫) আটক করেছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।
বুধবার এশার নামাজ পড়তে পূর্ব-চরগাঁও মসজিদে যান মুজিবুর রহমান(৬০) । এ সময় তার বড়ভাই লুৎফুর রহমান দাড়াঁলো অন্ত্র নিয়ে মসজিদে ঢুকে মজিবুর রহমানের মাথায় আঘাত করলে তিনি মসজিদের পরে যান। তাৎক্ষনিক মসজিদের মুসল্লিগন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তার অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা বৃহস্পতিবার সকালে তাকে মৃত ঘোষনা করেন।
পুলিশ ও এলাকাবাসী জানান,গত কয়েকদিন ধরে উপজেলার ধনপুর ইউনিয়নে পূর্ব-চরগাঁও গ্রামে বড়ভাই লুৎফুর রহমানের সাথে জমিজমা নিয়ে ছোটভাই মজিবুর রহমানের বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল (১৬ জুলাই) বুধবার রাত এশার নামাজের সময় মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়ার লুৎফুর রহমান দাড়াঁলো অন্ত্র নিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মেঝোতে পড়ে যান। পরবর্তীতে বিশ্বম্ভরপুর হাসপাতালে নিয়ে গেলে,কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নতচিকিৎসার জন্য সিলেট এম এ ডি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে তিনি মারা যান। এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ওসি মোখলেছুর রহমান খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এই ঘটনায় তার বড়ভাই লুৎফুর রহমানকে আটক করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin