সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকর চলিতার ঢালা নামক স্থানে অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করা হয়েছে। রোববার (১৩ জুলাই) ভোর রাতে ছাতক সেনা ক্যাম্পের টহল টিম ও নৌ-পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাওয়া পথে তাদের আটক করা হয়েছে।
এসময় চলিতার ঢালা নামক স্থান থেকে বালু বোঝাই ৩ টি নৌকাও জব্দ করা হয়। ছাতক সেনা ক্যাম্পের কর্মকর্তা (ল্যাফটেনেন্ট) রুম্মান ও ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির এসআই অপুর নেতৃত্বে পরিচালিত অভিযানে আটককৃতরা হলন, সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মৃত ছৈদ আলীর ছেলে মোঃ সজিব মিয়া ও রজব আলীর ছেলে কামরান আহমদ। এ ঘটনায় বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়। নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ আনোয়ার হোসেন জানান, আসামী দু’জনকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin