খুলনা প্রতিনিধি:
সুন্দরবনে অভিযান চালিয়ে দুইটি ট্রলার থেকে ১৮ বস্তা চিংড়ি মাছের শুটকি জব্দ করেছে বন বিভাগ। এ সময় পালিয়ে যায় পাচারকারীরা। শনিবার (১২ জুলাই) দিনগত রাতে পূর্ব সুন্দরবনের হারবাড়িয়া সংলগ্ন চরাপুটিয়া সীমানার বড় ডাবুর খাল এলাকা থেকে দুইটি ট্রলার ভর্তি এ শুটকি জব্দ করা হয়। রোববারে (১৩ জুলাই) বিকেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দিপক চন্দ্র দাস এ তথ্য জানান।তিন বলেন, একদল দুর্বৃত্ত সুন্দরবনের গহীনে কিটনাশকের মাধ্যমে মাছ শিকার করে তা বনের কাঠ দিয়ে শুকিয়ে শুটকি তৈরি করছে। এরপর তা দেশের বিভিন্ন এলাকায় অবৈধভাবে সরবরাহ করে তারা। এমন খবরে শনিবার ভোরে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে অভিযান শুরু করে বনরক্ষীরা। পরে চরাপুটিয়া সীমানার বড় ডাবুর খালে দুইটি ট্রলারে অভিযান চালানো হয়। এ সময় বনরক্ষীদের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা ট্রলার থেকে লাফ দিয়ে বনের গহীনে পালিয়ে যায়। দুটি ট্রলার থেকে ১৮ বস্তা চিংড়ির শুটকি ও শুটকি তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।আরও পড়ুন: মোংলা বন্দরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রাজস্ব আয় ৩৪৩ কোটি টাকা!রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, জব্দকৃত শুটকি মাছের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা পেলে শুঁটকি মাছ পুড়িয়ে ফেলা বা নিলামে বিক্রি করার ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin