জৈন্তাপুর( সিলেট) প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে ১১বছর বয়সের এক ছেলে শিশুকে মোবাইলে টিকটকের প্রলোভন দেখিয়ে নিজ বসত ঘরে নিয়ে বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম সাদ্দাম হোসেন সে নরসিংদ্ধী জেলার মৃত বাবুল হোসেন’র ছেলে। আটককৃত সাদ্দাম হোসেন দীর্ঘদিন যাবৎ জৈন্তাপুর উপজেলার বাওন হাওড় গ্রামে তার মামা রবিউল ইসলাম’র বাড়ীতে বসবাস করতেন।
ভিকটিমের পরিবার ও স্থানীয়রা জানান,১২ জুলাই শনিবার দুপুর ২ টায় পঞ্চম শ্রেণীর পড়–য়া ওই স্কল ছাত্র বাড়ির পাশে খেলা করছিল। শিশুটিকে মোবাইলে টিকটকের ছবির প্রলোভন দেখিয়ে তার নিজ বসত ঘরে নিয়ে গিয়ে বলাৎকার করে। পরে শিশুটির বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি তার মা-বাবাকে জানায়। ভিকটিম’র মা-বাবা বিষয়টি ইউপি সদস্য আব্দুল কাদিরসহ স্থানীয় এলাকার লোকজনকে অবগত করলে এলাকার লোকজন রাত দেড়টার দিকে অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করে জৈন্তাপুর মডেল থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. লুৎফর রহমান রোববার সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করে আটক সাদ্দামকে গ্রেফতার করেন।তবে আজ ১৪ জুলাই সোমবার সকালে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে প্রেরন করার বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. লুৎফর রহমান । এই ব্যাপারে ভিকটিমের বাবা মো.হাফিজ উদ্দিন বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।