বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. জাকির ওরফে (জাকের) শেখ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) দুপুরে তাকে ফরিদপুর আদালতে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত জাকির শেখ উপজেলার গুনবহা ইউনিয়নের রেনীনগর গ্রামের কুদ্দুস শেখের ছেলে। জানা যায় অভিযুক্ত জাকির শেখ ভুক্তভোগী নারীকে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নানা স্থানে নিয়ে যান এবং তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে সেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রাখেন এবং সেগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন। দীর্ঘদিন ধরেই ওই নারীর সঙ্গে জোরপূর্বক ‘স্ত্রীর মতো’ সম্পর্ক বজায় রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২৯ জুন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৩৮৫/৩৮৬/৩৮৭ ধারায় একটি মামলা দায়ের করেন। বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ সজিব বলেন, "ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জাকির শেখকে গ্রেফতার করা হয়েছে। মামলা নম্বর ১৪। তাকে রোববার আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin