কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রাকে চাপায় পড়ে অটো রিক্সা চালক সহ দুইজন নিহত হয়েছে । এ ঘটনা আহত হয়েছেন তিনজন ।
রোববার ১৩ জুলাই দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার সোনারহাট স্থলবন্দর সড়কে ঘুন্ডি ঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।। নিহতারা হলেন অটোরিকশাচালক ভুরুঙ্গামারী পাইকের ছাড়া ইউনিয়নের বাহার উদ্দিন বানু ( ৩০) ও নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকার অটো যাত্রী আতিকা খাতুন ( ১৫) জানা গেছে, আতিকা খাতুন তার পরিবারের সঙ্গে সোনার হাট স্থল বন্দর ঘুরতে এসেছিলেন। আহত ব্যক্তিরা হলেন আবু বক্কর, মোর্শেদা বেগম ও ফাতেমা বেগম। তারা সবাই অটো রিক্সার যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুরুঙ্গামারি থেকে ছেড়ে আসা সোনারহাট গামী ড্রাম ট্রাক ঘুন্ডিঘর এলাকায় পৌঁছেলে বিপরীত থেকে আসা যাত্রীবাহী একটি অটো রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটো চালোক বাহার উদ্দিন নিহত হন । রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন আহত পাঁচজনকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আতিকা খাতুনের মৃত্যু হয়। এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে ঘাতক ট্রাকটি আটক করে। কিন্তু শালক পালিয়ে যেতে সক্ষম হয়। এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ গণমাধ্যমকে ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin