সিলেট বুলেটিন ডেস্ক:
৩ বছরের বেশি সময় ধরে শিক্ষা মন্ত্রণালয়ে ঘাঁটি গেড়ে বসা দুই উপসচিব অবশেষে স্ট্যান্ড রিলিজ করেছে সরকার। বদলি ঠেকানোর নজির থাকায় তাদের স্ট্যান্ড রিলিজ করা হয় বলে নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের দায়িত্বশীল সূত্র। তবে এখনো শিক্ষায় বহাল রয়েছেন আরও ক’জন কর্মকর্তা, যারা ৩-৪ বছর ওই মন্ত্রণালয়েই রয়েছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ রয়েছে। তাদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসছে বলে আভাস মিলেছে।
সদ্য বদলির আদেশ পাওয়া শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা হলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মোছা. শাম্মী আক্তার এবং মোছা. রেবেকা সুলতানা। এরমধ্যে মিজ শাম্মীকে (পরিচিতি নম্বর ১৬২২৪) অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ও মিজ সুলতানাকে (পরিচিতি নম্বর ১৬৬৯১) নৌ-পরিবহন মন্ত্রণালয়ে বদলি তথা স্ট্যান্ড রিলিজ করা হয়। প্রেসিডেন্টের আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৫ই জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে তাদের অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় তারা ওই দিন দুপুর থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin