টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে পরিবেশের জন্য ক্ষতিকর ৮০ হাজার ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৯ জুলাই) দুপুরে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন নার্সারী থেকে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা এনে নার্সারী মালিকদের সামনেই ধ্বংস করা হয় এসব চারা।
সরকার আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ নিষিদ্ধ ঘোষণা করার পর মধুপুরে প্রথমবারের মতো ক্ষতিকর গাছের চারা ধ্বংস করা হলো
মধুপুরে পরিবেশের বিপর্যয় সৃষ্টিকারী এই গাছের চারা ধ্বংস কার্যক্রম মঙ্গলবার (৮ জুলাই) শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশিক পারভেজ। এসময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনও বেশ কিছু ইউক্যালিপটাস গাছের চারা কেটে ধ্বংস করেন। এরই ধারাবাহিকতায় বুধবার(৯ জুলাই) দ্বিতীয় দিনও ৪০ হাজার গাছের চারা ধ্বংস করা হয়। এনিয়ে মধুপুরে দুই দিনে ৮০ হাজার আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়েছে।মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন বলেন , ইউক্যিালিপটাস, আকাশমনি গাছ পরিবেশের জন্য সম্পূর্ণ খুবই ক্ষতিকর। ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা উৎপাদন বিপনণ হবে সেখানেই সরকারের নীতিমালা অনুযায়ি ক্ষতিকর গাছের চারা ধ্বংস করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা, উপজেলা সমাজ সেবা অফিসার মো. মোস্তফা হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজনী নূর রাত্রী, সহ উপসহকারী কৃষি কর্মকর্তা গন উপস্থিত ছিলেনন।