, মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার বন্দরনগরী ভৈরব পৌরসভার ২০২৫ ২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষনা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার সকাল ১১ টায় পৌরসভার হলরুমে ১ শ ১২ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৫২৯ টাকার বাজেট ঘোষনা করেন, ভৈরব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।
বাজেটে রাজস্ব বাজেট প্রাপ্তি ধরা হয় ৩৬ কোটি ৬১ লাখ ৭৪ হাজার ২১২ টাকা, উন্নয়ন বাজেট প্রাপ্তি ধরা হয় ৭৫ কোটি ৫৩ লাখ ৫ হাজার ৩১৭ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয় ২৫ কোটি ৮৮ লাখ ৯১ হাজার ২১০ টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয় ৭৫ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা, উদ্বৃত ধরা হয় ১১ কোটি ৩ লাখ ৬৮ হাজার ৩১৯ টাকা।
তার মধ্য পৌর কর আদায় ধরা হয় ৬ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৪৫০ টাকা ও স্থাবর সম্পত্তি হস্তান্তর কর আদায় ধরা হয় ৭ কোটি টাকা। অন্যান্য আয় ধরা হয় পেশা ও ব্যবসা বানিজ্য কর, পৌর মার্কেট ভাড়া, বিভিন্ন ইজারা, পৌর পার্ক, ভূমি অধিগ্রহন ক্ষতিপূরণ পাওয়া ইত্যাদি।
ব্যয় ধরা হয় ভূমি অধিগ্রহন ( ডাম্পিং স্টেশন) ৬ কোটি টাকা, সাধারণ সংস্থাপন ( ১১ টি উপখাত) ৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার, অবকাঠামো নির্মাণ ৭৪ কোটি ২ লাখ ২০ হাজার, পানির লাইন ১ কোটি, পরিচ্ছন্নতা কর্মী মুজুরি ১ কোটি ২০ লাখ টাকা। এছাড়াও বিজ্ঞাপন, পৌর সম্পত্তি খাজনা, হাট সরকারী কোষাগারে জমা, ছাপা খরচ, সামাজিক ধর্মীয় ও হতদরিদ্র বিয়ে ও খেলাধূলা অনুদান, স্যানিটেশন, মশক নিধন, বিনামূল্যে চক্ষু চিকিৎসা, শিক্ষা, জনসচেতনতা মূলক কাজে একাধিক ব্যয় ধরা হয়েছে বাজেটে। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার সচিব ফারুক আহমেদ, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, ভৈরব থানার পরিদর্শক তালেব হোসেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin