মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুল কালাম এর কন্যা শাম্মি সুলতানা নামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ওপর বর্বরোচিত হামলাসহ প্রাণনাশের হুমকি,বাচ্চা ন্ষ্ট করার পায়তারা ।
গত ২৭/০৬/২০২৫ ইং রোজ শুক্রবার জমি সংক্রান্ত বিবাদ নিয়ে অত্র এলাকার মাজেদ খন্দকার এর পুত্র মাসুদ খন্দকার এর নেতৃত্বে তার স্ত্রী সেফালি বেগম (৪৫) ও ইমরান খন্দকার যৌথভাবে মিলে শাম্মি সুলতানা সহ তার ভাইয়ের ওপর অতর্কিত বর্বরোচিত হামলা করে এবং দেশি অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বকভাবে ঘরের দরজা ভেঙ্গে লুটপাট করে টাকা স্বর্ণ্য ছিনতাই করে নিয়ে যায়।
শুধু এখনেই থেমে থাকেনি তিনি ৩ মাসের অন্তঃসত্তা জানা সত্বেও পরিকল্পিত ভাবে সেফালি বেগম সহ তার স্বামী মাসুদ খন্দকার তাকে নানানভাবে প্রহার করেছে।
মারামারির ঘটনা নিয়ে ভুক্তভোগী শাম্মি সুলতানা সাংবাদিকদের জানান,আমি নিজে বাদী হয়ে ২৮/০৬/২০২৫ ইং শনিবারে হরিরামপুর থানায় একটি মামলা রুজ্জু করেছি।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসেও একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
সর্বোপরি তিনি আরো জানান, আমাকে নানা ধরনের প্রাণনাশের হুমকি দেওয়াতে আমি নিরাপত্তাহীনতায় ভূগছি,আমি এখন নিরুপায় হয়ে মিডিয়ার দারস্থ হয়েছি,আপনাদের মাধ্যমে আমি ওপর মহলে উর্ধতন কর্মকর্তাদের দৃষ্ট আকর্ষণ করছি, বিষয়টি খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরদার দাবি জানাচ্ছি।
সরে জমিনে গিয়ে তদারকি করে জানা যায়,অত্র এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান,উভয় পক্ষের মধ্য জায়গা সংক্রান্ত বিবাদ জেরে দুই পরিবারের মাধে এমন ঘটনার সূত্রপাত ঘটেছে। এ বিষয়ে হরিরামপুর থানা কর্তৃপক্ষ জানান,ভুক্তভোগী পরিবার এ বিষয়ে একটি লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রজ্জু হয় এবং মামলা চলমান প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin